শিরোনাম: |
গুজবে কান না দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশসংবাদ ডেস্ক :
|
গুজবে কান না দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শনিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট মনিপুরী পাড়ায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপযুক্ত পরিবেশ রয়েছে। অতীতের যে কোনও নির্বাচনের সময়ের তুলনায় এবারের পরিস্থিতি ভালো।’ ‘দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী পেশাগতভাবে অত্যন্ত দক্ষ। তারা যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৎপর। ছোটখাটো কিছু ঘটনা রয়েছে। তবে আমরা সজাগ রয়েছি।’ গত ১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিএনপি-জামায়াতের হামলার বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারা দেশে ছয়জন আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছেন। ১৮৭টি আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা করা হয়েছে, ৫৮টি কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে। সংখ্যালঘুদের ৩টি বাড়ি ও পাঁচজন পুলিশের ওপর হামলা চালানো হয়েছে।’ তিনি বলেন এসবে কেউ ভয় পাবেন না। আগামীকাল ভোট দিয়ে সবাই পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের ধরপাকড়ে পোলিং এজেন্ট পাচ্ছে না-বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পোলিং এজেন্ট পাচ্ছেন কি পাচ্ছেন না এখনও আমরা বলতে পারি না। কারণ রোববার সকালে পোলিং অফিসারের কাছে এই তালিকা জমা দেওয়া হবে। আমাদের পোলিং এজেন্ট কারা সেটাও আমরা এখনও বলতে পারছি না।’ যারা সন্ত্রাস করেছে তাদের এজেন্ট হিসেবে নিয়োগ করতে চাইলে পাবে না, সেটাই স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সবাই সজাগ রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সজাগ রয়েছেন বলেই এখনও তেমন কোনও নাশকতার ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী দক্ষ, তারা যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তাই কোনও অপতৎপরতার প্রচেষ্টা সফল হবে না। তারা সার্বক্ষণিক কাজ করছে বলেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশবাসীর উদ্দেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সুষ্ঠু-সুন্দর নির্বাচন হবে, পরিবেশ ভালো থাকবে। ভোটাররা যেন ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। ইতিমধ্যে নিরাপদ পরিবেশের সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাই সুন্দর একটি নির্বাচনের সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন।’ দেশসংবাদ/এসএম
|
আপনার মতামত দিন
|