শিরোনাম: |
বগুড়া-৫ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
রফিকুল আলম, ধুনট (বগুড়া) :
|
বগুড়া-৫ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে বগুড়া-৫ আসন গঠিত। দেশের অন্যান্য স্থানের ন্যায় এ আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটর সংখ্য ৪ লাখ ৭৫ হাজার ৬৩৯জন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ ১০জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। সকালে থেকে কনকণে শীত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে গুলোতে ভোটারের সংখ্যা বাড়তে থাকে। তবে অনেক ভোটার কেন্দ্রে প্রবেশ করেও ভোট দিতে পারেনি। কেন্দ্রে আসার আগেই তাদের ভোট গ্রহণ শেষ হয়েছে। কেন্দ্র গুলোতে আওয়ামী লীগের এজেন্ট ছাড়া অন্য কোন প্রার্থীর এজেন্টদের চোখে পড়েনি। ভোট কক্ষ (বুথ) গুলো ছিল উন্মুক্ত। এ কারনে ব্যালট পেপারে সীল দিতে বিপাকে পড়তে হয়েছে ভোটারদের। এদিকে সকাল ১০টার দিকে ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন মাটিকোড়া-উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেট্রোল বোমার বিস্ফোরন ঘটিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া ওই নেতা বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আব্দুল কুদ্দুস নামে আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে আহত করেছে। সকাল ৯টার দিকে শেরপুর উপজেলার ঘোড় দৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওবায়েদুল হককে পিটিয়ে আহত করেছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় ওই কেন্দ্রে ২ ঘন্টা বন্ধ থাকায় পর সহকারী প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ শুরু করেন। দুপুরের দিকে টুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫জন আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, দুই একটি ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা শুনেছি। এ সব ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা চলছে। দেশসংবাদ/প্রতিনিধি/আইশি
|
আপনার মতামত দিন
|