শিরোনাম: |
জনগণ বিএনপিকে ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছে
রফিকুল আলম, ধুনট (বগুড়া) :
|
জনগণ বিএনপিকে ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছে মানুষ আর যাই হোক নীতিহীন মানুষ পছন্দ করে না। তাই জনগণের রায়ে আমি বিজয়ী হয়েছি। দলীয় নেতাকর্মীসহ এলাকার জনগণকে অভিনন্দন জানাই। গত ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে যেসব উন্নয়ন বাকি রয়েছে, তার জন্য ধৈর্য ধরতে হবে। সব উন্নয়ন প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব। সোমবার দুপুরের দিকে বগুড়ার ধুনট উপজেলায় তৃণমুল পর্যায়ের দলীয় নেতাকর্মী ও জনগণের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ সামস্-উল আলম জয়, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকা আব্দুল হাই খোকন, সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম, আহসান হাবিব, আব্দুস সালাম, শফিকুল ইসলাম, কুদরত-ই-খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, রবিউল আওয়াল, ভিপি সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহান, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম সম্পাদক মামুনর রশিদ, সাংগঠনি সম্পাদক শাহীন আলম রনজু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, পৌর কৃষকলীগের আহ্বায়ক আব্দুল লতিফ পাখী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু ছালেহ স্বপন প্রমুখ। দেশসংবাদ/প্রতিনিধি/আইশি
|
আপনার মতামত দিন
|