শিরোনাম: |
সংবিধান লঙ্ঘনে ইসির বিচার দাবি খোকনের
দেশসংবাদ ডেস্ক :
|
সংবিধান লঙ্ঘনে ইসির বিচার দাবি খোকনের সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে লিখিত অভিযোগ দেয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন। খোকন বলেন, ‘নির্বাচনের আগে মাসব্যাপী সরকারি দলের লোকজন তাণ্ডব করেছে। অস্ত্র প্রদর্শন করেছে, গোলাগুলি করেছে, বোমাবাজি করেছে। এসবের বিরুদ্ধে কয়েকবার আবেদন জানিয়েও প্রতিকার পাইনি। নির্বাচনের আগের দিন রাতে ডিসিকে ফোন করেছিলাম, ধরেননি। আমার নির্বাচনী আসনের (নোয়াখালী-১) প্রত্যেকটি কেন্দ্রে রাত ৮টা থেকে বোমাবাজি করেছে, সঙ্গে পুলিশও ছিল।’ তিনি বলেন, ‘সাধারণ মানুষ ভোট কেন্দ্রে আসতে পারেননি। ব্যালেট পেপারে সিল মেরে বাক্স ভরা হয়েছে। আমার আসনে ১২৯টি ভোট কেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি। দু’একটি জায়গায় প্রথমে ঢুকতে দিলেও পরে করে দেয়া হয়। ১৫০ জন এজেন্ট, নারী ভোটারসহ অনেকে আহত হয়েছেন।’ বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আঁতাত করে ভোটারদের সঙ্গে প্রতারণা করেছে। জাতির সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে। এজন্য আমি ইসির বিচার দাবি করছি।’ দেশসংবাদ/এসএম
|
আপনার মতামত দিন
|