শিরোনাম: |
মাশরাফির ভাবনা এখন বিপিএল
শরিফুল ইসলাম, নড়াইল :
|
মাশরাফির ভাবনা এখন বিপিএল শপথের আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মনোনিবেশ করতে চান নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা। সোমবার দুপুরে নড়াইল শহরের একটি কমিউনিটি সেন্টারে মাশরাফি বলেছেন, ‘নড়াইলবাসী স্বতঃস্ফুর্তভাবে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমার জন্য তারা অনেক কষ্ট করেছেন। এখন নড়াইলের জনগণের ওপর আমার দায়িত্ব আরও বেড়ে গেল। মানুষের অনেক চাওয়া-পাওয়া আছে। সেগুলো পূরণে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।’ আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসর। তাই আপাতত এই টুর্নামেন্ট নিয়ে ভাবছেন রংপুর রাইর্ডাস্্েরর অধিনায়ক। আগামীকাল মঙ্গলবার (১ জানুয়ারি) ঢাকায় ফিরতে হবে আমাকে। আমি এখন খেলাধুলায় মনোনিবেশ করতে চাই। গত বছর বিপিএলএ বিজয়ী রংপুর রাইর্ডাস্্েরর অধিনায়ক যে প্রাইজ মানি পেয়েছিলেন সেই টাকা দিয়ে মাশরাফি নড়াইল বাসির সেবার জন্য একটি অত্যাধুনিক এম্বুলেন্স কিনে দেন। মাশরাফি বলেন, ‘জেলায় সরকারি যে বরাদ্দ দেয়া হয়, তা যেন সঠিক ভাবে ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে হবে। আমি নির্বাচনী এলাকা বিশেষ করে লোহাগড়ার বিভিন্ন স্থানে গিয়ে দেখেছি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ রয়েছে। আমরা সড়কগুলো যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারি, সে কারণে ঠিকাদাররা যেন ভালো ভাবে কাজ করে তার খেয়াল রাখতে হবে। সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সব সেক্টরেই কাজ করতে হবে। ব্যক্তিগত চাহিদা থেকে সমষ্টিগত চাহিদার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ ব্যক্তিগত বিষয়ে একজনই ফল ভোগ করে, আর সমষ্টিগত দাবি পূরণ করলে এলাকার অনেকে তার ফল ভোগ করতে পারে।’ নব নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘মানুষের ভেতরে খারাপ-ভালো সবই আছে। আমাদের ভালো দিক গুলোকে ফুটিয়ে তুলতে হবে। খেলাধুলার উন্নয়নে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। শিক্ষার্থীরা যেন স্কুল-কলেজ শেষ করে খেলার মাঠে যায়, তারা যেন খেলাধুলা করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেশসংবাদ/এসএম
|
আপনার মতামত দিন
|