শিরোনাম: |
আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
|
আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সভাপতি মুহাম্মদ তানভীর হাসান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল, সনাক মুন্সীগঞ্জ এর সাবেক সভাপতি এ্যাড. মোঃ হুমায়ুন কবীর শাহীন, গ্রুপ থিয়েটার বাংলাদেশ এর সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ থিয়েটার এর সভাপতি মো: দুলাল হোসেন, থিয়েটার সার্কেল এর সভাপতি ও সম্মলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, মুন্সীগঞ্জ থিয়েটার এর সাবেক সভাপতি মোঃ হুমায়ুন ফরিদ, সনাক সহ-সভাপতি আবু সাত্তার মুন্সী, সনাক সদস্য জাহানারা বেগম, স্বজন সহ-সমন্বয়ক মোঃ হোসেন সোহেল এবং মাহমুদ বিন আমিন প্রমুখ। আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন মানববন্ধন থেকে বক্তারা গত ০৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরাব ফাহাদ হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করার দাবি জানান। তারা বলেন, যারা হতাকন্ডের সাথে জড়িত ছিল শুধু তাদের বিচার করলেই হবে না, এর পেছনে যে শক্তি রয়েছে তা উদ্ঘাটন করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। বুয়েট সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি বন্ধ করায় কর্তৃপক্ষেকে তারা ধন্যবান প্রদান করেন। তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনীতি বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিতে হবে মেধার ভিত্তিতে। কোন রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় ইলেকট্রিনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দেশসংবাদ/এনকে |
আপনার মতামত দিন
|