শিরোনাম: |
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী যারা
দেশসংবাদ, ঢাকা :
|
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রেস্টুরেন্টের প্লাটিনাম হলে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৯২টি ভোটের মধ্যে ৫৯টি ভোট প্রদান করেন সদস্যরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। সংগঠনের সিনিয়র সদস্য ও দৈনিক সমকালের বিশেষ প্রতিবেদক অমিতোষ পাল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। অন্যদুজনের মধ্যে ছিলেন, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার ফিরোজ মান্না ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক আব্দুল্লাহ তুহিন। ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি পদে ইংরেজি দৈনিক দি ফিনান্সসিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কামর“ন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সোহেল মামুন, অর্থ সম্পাদক দৈনিক জনতার সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর খান বাবু, সাংগঠনিক সম্পাদক দৈনিক যায়যায় দিনের স্টাফ রিপোর্টার ফয়সাল খান, দফতর সম্পাদক নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার তালুকদার বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিনের সংবাদের স্টাফ রিপোর্টার হাসান ইমন, প্রশিক্ষণ ও গবেষণা পদে দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার সাইদুল ইসলাম, কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার শাহেদ মতিউর রহমান নির্বাচিত হয়েছে। এছাড়া পাঁচজন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন; তারা হলেন- রেডিও আমারের স্টাফ রিপোর্টার অন্তু মুজাহিদ, ডেইলি নিউ এজের স্টাফ রিপোর্টার রাশেদ আহমেদ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজহার“জ্জামান লিমন, ডেইলি সানের স্টাফ রিপোর্টার রাশিদুল হাসান ও বাংলাদেশ পোস্টের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান বাঁধন। দেশসংবাদ/জেআর/এসআই |
আপনার মতামত দিন
|