Published : Tuesday, 17 December, 2019 at 9:51 PM, Update: 17.12.2019 11:53:17 PM
৮ মিনিটে ২০০ অংকের সমাধান
বিজ্ঞানভিত্তিক শিশু মেধাবিকাশ প্রতিষ্ঠান ‘ইউসিমাস’। পৃথিবীতে ৮০টিরও অধিক দেশে ইউসিমাসের কার্যক্রম অব্যাহত। এ বছর মালয়েশিয়ার উদ্যোগে কম্বোডিয়ার ৭-৮ ডিসেম্বর ‘২৪ তম ইউসিমাস এ্যাবাকাস ও মেন্টাল এ্যারিথমেটিক আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে ৫০০০ এর অধিক ছাত্রছাত্রী অংশ নেয়। মাত্র ৮ মিনিটে ২০০ অংকের সমাধান করে সকলকে অবাক করে দেয় প্রতিযোগিরা।
বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় বিভিন্ন লেভেলে অংশ নেয় ১৬ জন ক্ষুদে ইউসিমাস জিনিয়াস। যারা বিশ্বের অন্যান্য দেশের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে শিরোপা ছিনিয়ে এনেছে। এবারের শিরোপা জয়ী বাংলাদেশের ক্ষুদে মেধাবী তাহমিদ আল আসাদ।
এই উপলক্ষে ১৭ ডিসেম্বর ’১৯ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিশ্বের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফটিভি’র সম্পাদক আনোয়ার হক। আলোচনায় অংশ নেন ইউসিমাস বাংলাদেশ’র চেয়ারম্যান ও বাংলাদেশ ফ্রাঞ্চাইজি মোঃ আহসান কবির এবং পরিচালক ও প্রধান প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌসী।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান