Published : Thursday, 19 December, 2019 at 4:58 PM
আমরণ অনশনে শয্যাশায়ী শিক্ষার্থী
সরকারি চাকুরীতে বয়সসীমা ৩৫ নির্ধারণে প্রধানমন্ত্রীর সাক্ষাতসহ চার দফা দাবিতে গত ১৪ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে শয্যাশায়ী হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।
৫৫ ঘণ্টা অভুক্ত থেকে অসুস্থ হয়ে পড়ায় স্যালাইন হাতে নিয়েই অনশনে অবস্থান করতে দেখা যায় ইডেন কলেজের ইংরেজি বিভাগের সাবেক ছাত্রী সুরাইয়া ইয়াসমিনকে।
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ, আবেদন ফি ৫০ থেকে ১০০ টাকা, নিয়োগ পরীক্ষা জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে আয়োজন এবং ৩-৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে তা অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানান অনশনকারীরা।
অনশনে অসুস্থ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক সুরাইয়া ইয়াছমিন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে চাকরির বয়স সীমা নিয়ে যে ওয়াদা ছিল তা বাস্তবায়ন করে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে হবে। এছাড়া একজন বেকার শিক্ষার্থীদের পক্ষে নিয়োগ প্রক্রিয়ার এত ব্যয় বহন করা কষ্টকর এজন্য পরীক্ষার ফি কমাতে হবে।
তিনি আক্ষেপ করে বলেন , আমরা ১৪ দিন ধরে গণঅনশন করছি কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কেউ দেখা করতে আসেনি। আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করে ছিলাম তিনি আমাদের দাবির সাথে একমত পোষণ করেছিলেন এছাড়াও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন আমাদের দাবি মেনে নেওয়া হবে তার পরেও আজ পর্যন্ত দাবি মেনে নেয়নি। আমাদের ৪ দফা দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশন চালিয়ে যাব।
অসুস্থ সুরাইয়া ইয়াসমিনের ব্যাপারে অন্য সদস্যরা বলেন, এসময় তিনি সরকারের অনুরোধ জানিয়ে বলেন, তখন যদি আমাদের কিছু হয়ে যায় বা আমরা মারা যাই তাহলে আমাদের মৃত্যুর পড়েও যেন এ দাবি সরকার মেনে নেয়। তাহলে আমাদের মৃত্যুটা বিফলে যাবে না।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান