পরিবেশ দূষণ রোধে ১লা জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা,পবা’র
২৩ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে পবা ও বারসিক আয়োজিত "প্রবীণ ও শিশুদের উপর বায়ু দূষনের প্রভাব রোধে করণীয়" শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) সভাপতি আবু নাসের বলেন, পরিবেশ দূষণের উৎস গুলোকে ধরে ধরে নিরাময় করতে হবে। আমরা ছোট ছোট করে অংশ নিয়ে কর্মসূচি পালন করবো। বাংলাদেশে পরিবেশ দূষণের অন্যতম কারণ জনঘনত্ব, নিম্নমানের কয়লা ব্যবহার, ইটভাটা, কল কারখানা, ময়লা আবর্জনার সুষ্ঠ নিষ্কাশন এসব। আমরা প্রতিনিয়ত সুনির্দিষ্ট ভাবে পরিবেশ দূষণের উৎসগুলো ধরে অবস্থান কর্মসূচি পালন করবো। সরকার ইটভাটা বন্ধের নির্দেশ দিলেও কেন বন্ধ করা হচ্ছে না, সে বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলব। প্রয়োজনে ইটভাটার সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করব।
তিনি আরও বলেন, আমি মনে করি বাংলাদেশে পরিবেশ দূষণের সমস্যা থেকে বের হওয়া সম্ভব। আমরা যেন নির্মল বাতাস পেতে পারি সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, দেশের সব ক্ষেত্রে সব জায়গাতেই প্রতিনিয়ত পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণ দূর করতে না পারলে বেঁচে থাকা সম্ভব হবে না। গড়ে একজন মানুষের ১ বছর ৩ মাস আয়ু কমে যাচ্ছে বায়ু দূষণের ফলে। দূষণ বন্ধ করতে আমাদের সবার দ্রুত এগিয়ে আসতে হবে।
নাগরিক সংলাপে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ গবেষক পাভেল পার্থ, কৃষক নেতা জামাল হায়দার মুকুল, ডাঃ লেলিন চৌধুরীসহ প্রমুখ।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান