Published : Thursday, 26 December, 2019 at 8:38 PM, Update: 26.12.2019 11:32:36 PM
লন্ডনে বসে তারেকের স্বপ্ন কখনই বাস্তব রূপ নেবে না
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক অপরাধ ও দুর্নীতি করেছেন। শত শত কোটি টাকা বিদেশে পাচার করে ভোগ-বিলাস করছেন লন্ডনে। আপনি সেখানে বসে স্বপ্ন দেখতে পারেন, কিন্তু তার স্বপ্ন কখনই বাস্তব রূপ নেবে না। দুর্নীতি করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করলেও বাংলায় তার কখনই জায়গা হবে না,’ বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের (সিবিএমসিবি) ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে (রজত জয়ন্তী) দুই দিনব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী চক্র আর কখনই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। যারা জাতির জনক বঙ্গবন্ধুকে ছোট করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানে তারা জাতির শত্রু। তারা হরতালের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করে, পাকবাহিনীর সঙ্গে আঁতাত করে দেশকে ধ্বংস করতে চায়। তারা কখনও বাংলাদেশের মঙ্গল চায় না। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এখানে সন্ত্রাস জঙ্গীবাদের কোন জায়গা নেই। শেখ হাসিনা সরকার চিরতরে তা বন্ধ করতে সক্ষম হয়েছে।’
এ সময় চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিবেক ও শুভ ইচ্ছার দ্বারা নিজেদের পরিচালিত করতে হবে। একইসঙ্গে মেডিকেল ছাত্রদের সেভাবেই গড়ে তুলতে হবে। তাহলেই চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব ঘটবে।’
বাংলাদেশ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের অধ্যক্ষ মির্জা মানজুরুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ, ময়মনসিংহ সিটি কপোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, স্বাচিপের মহাসচিব ডা. এম এ আজিজ, জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমূখ।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান