Published : Thursday, 26 December, 2019 at 9:42 PM, Update: 26.12.2019 11:36:47 PM
ডুয়েটে রোবটিকস প্রতিযোগিতা শুক্রবার
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে রোবটিকস প্রতিযোগিতা ‘ডুয়েট টেকফেস্ট-২০১৯’। বিশ্ববিদ্যালয়ের এবারের ৩য় আসরে ‘ডুয়েট টেকফেস্ট- ২০১৯’ ৬টি ইভেন্টে প্রতিযোগিতা হবে।
রেস অব ভিক্টরি, রোব সকার, প্রজেক্ট শোকেজ, মেকানিকস অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড এবং রোবিক কিউব বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় ত্রিশটির অধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। এছাড়াও বেশ কয়েকটি ইভেন্টে কলেজ ছাত্রদের অংশগ্রহণের সুযোগও রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডুয়েট রোবটিকস ক্লাব যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে।
প্রতিযোগিতা সম্পর্কে ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘ডুয়েট টেকফেস্ট বাংলাদেশের প্রযুক্তি অঙ্গনে ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা যেমন বৃদ্ধি পাচ্ছে, একই সঙ্গে তারা প্রযুক্তিগত শিক্ষায় আরও আগ্রহী হয়ে উঠছে। আমি ফেস্টের উত্তরোত্তর সফলতা কামনা করছি।’
উল্লেখ্য, এবারের ডুয়েট টেকফেস্ট হতেই আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতা ‘টেককৃতি ইন্ডিয়া-২০২০’ এর বাংলাদেশ জোনাল রাউন্ড (বাছাই পর্ব) সম্পন্ন হবে। ডুয়েট টেকফেস্টের রেস অব ভিক্টরি, প্রজেক্ট শোকেজ এবং রোবিক কিউবের চ্যাম্পিয়ন টিম ‘টেককৃতি ইন্ডিয়া-২০২০’ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান