ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এর মধ্যেই বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এ বিস্ফোরণটি ঘটে। এতে কেউ হতাহত না হলেও নেতাকর্মীরা কিছুটা হতভম্ব হয়ে পড়েন।
সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়নপত্র জমা নেয়া হবে বিকেলে। সেজন্য জুমার নামাজের পর থেকেই বিএনপির কার্যালয় এবং ঢাকা মহানগর বিএনপির কার্যালয় ঘিরে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মিছিল সহকারে নয়াপল্টনে জড়ো হতে থাকেন।
নেতাকর্মীদের পদচারণার মধ্যেই ককটেলটির বিস্ফোরণ ঘটলে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে খানিকবাদেই আবার মিছিলে মিছিলে বিএনপির কার্যালয়ের সামনের সড়ক সরব করে তোলেন নেতাকর্মীরা।
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান