আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন বয়কট করতে দলীয় হাইকমান্ডের প্রতি দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডক্টর আসাদুজ্জামান রিপন।
শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির বিশেষ সম্পাদক বলেন, ‘আমি নির্বাচনে নামলাম এ কারণে যে, বাংলাদেশের নির্বাচন রাজনীতিবিদদের হাত থেকে চলে যাচ্ছে। নির্বাচনে যদি রাজনীতিবিদরা যুক্ত না থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বলবে, আপনারাই তো রাজনীতি ছেড়ে দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমি জানি এ নির্বাচন সুষ্ঠু হবে না। তা-ই আমাদের দলের উচিত হবে নির্বাচন থেকে সরে যাওয়া। এ নির্বাচন বয়কট করা।’
আপনি নিজ দলের মনোনয়নপ্রত্যাশী আবার নির্বাচন বয়কটের কথা বলছেন কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো একটি প্রক্রিয়ার মধ্য থেকে কথাটা বলছি। আমার পুরোটাই হচ্ছে রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক লড়াই। আমি রাজনীতির লোক, রাজনীতির লড়াইটাই আমি পছন্দ করি। নির্বাচন সুষ্ঠু হবে না তারপরও নির্বাচনে নেমেছি, সরকারের মুখোশ উন্মোচন করার জন্য।’
মনোনয়ন পাওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী- এমন প্রশ্নে তিনি বলেন, আমি এটা বলতে পারব না। আমার জন্য একমাত্র আল্লাহ-ই যথেষ্ট। আমি আশাবাদী বা নিরাশাবাদী- এ কথাটা বলব না। পার্টির পার্লামেন্টারি বোর্ড আছে, তারা সিদ্ধান্ত নেবেন। পার্টি যেহেতু মনোনয়ন আহ্বান করেছে আমরা মনোনয়ন তুলতে পারি। তারা কোনটা চুজ করবে, কোনটা পিক করবে সেটা পার্টির ডিসিশন।’
শুক্রবার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির তিন নেতা। এদিন বিকেল ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী তাবিথ আওয়াল এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ইশরাক হোসেন একসঙ্গে আসেন। প্রথমে তাবিথ আওয়াল এবং পরে ইশরাক হোসেন দলীয় মনোনয়নপত্র বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের কাছে জমা দেন।
এরপর ডিএনসিসিতে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন তার মনোনয়নপত্র জমা দেন। তাবিথ ও ইশরাকের মনোনয়পত্র জমা দেয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, এস এম জাহাঙ্গীর আখন্দসহ বেশকিছু নেতাকর্মী উপস্থিত থাকলেও রিপনের সঙ্গে হাতেগোনা ক’জনই ছিলেন।
ঢাকার দুই সিটির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর, বাছাই ২ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি, ভোট গ্রহণের দিন ৩০ জানুয়ারি।
এদিকে, শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘ঢাকার দুই সিটিতে মেয়র পদে আমাদের তিনজন দলের মনোনয়ন প্রত্যাশা করেছেন। আসাদুজ্জামান রিপন, তাবিথ আওয়াল ও ইশরাক হোসেন।’
‘দক্ষিণে যেহেতু ইশরাক হোসেন একমাত্র প্রত্যাশী, সেখানে বিএনপির আর কোনো প্রার্থী না থাকায় তার (ইশরাক হোসেন) আনুষ্ঠানিকতা এখন বাকি।’
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান