Published : Saturday, 28 December, 2019 at 10:27 AM
ছবি-সংগৃহীত
নরওয়ে থেকে ভারতে ঘুরতে আসা এক পর্যটক দেশটির বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। শুক্রবার তিনি জানালেন, ফেসবুকের ওই পোস্টের কারণে তাকে ভারত ছেড়ে চলে যেতে বলেছে কর্তৃপক্ষ। অন্যথায় ফল ভুগতে হবে বলে হুমকিও দেয়া হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের ইমিগ্রেশন ব্যুরোর (অভিবাসন দফতর) এক কর্মকর্তা নরওয়ের ওই পর্যটক যে হোটেলে থাকতেন সেখানে যান এবং যতক্ষণ না তিনি ফেরার টিকিট নিশ্চিত করছেন ততক্ষণ সেখানেই অবস্থান করেন। জেন-মেট জোহানসন নামের ওই পর্যটক নিজে ফেসবুকে লিখে একথা জানান।
ভারতে বিদেশিদের আঞ্চলিক নিবন্ধীকরণ দফতরের পক্ষ জানানো হয়েছে, ওই পর্যটক ভিসা বিধি লঙ্ঘন করেছেন, তাই তাকে দেশ ছাড়তে বলা হয়েছে। এর আগে প্রতিবাদে অংশ নেয়ায় মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) জার্মান শিক্ষার্থী জ্যাকব লিন্ডেনথালকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে।
জেন-মেট জোহানসন নামে ভারতে ঘুরতে আসা নরওয়ের ওই পর্যটক ফেসবুকে লিখেছেন, ‘আমাকে এখনই দেশ (ভারত) ছাড়তে বলা হয়েছে। অন্যথায় আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আমি এর ব্যাখ্যা চাই এবং লিখিতভাবে তা দিতে বলি। কিন্তু আমাকে বলা হয়, আমি নাকি লিখিতভাবে কিছু পাবো না।’
পরে অবশ্য ওই পর্যটক তার পোস্ট মুছে দেন। তিনি ওই পোস্টে আরও জানিয়েছিলেন, ‘আমি ফ্লাইটের টিকিট না কেনা পর্যন্ত ভারতের ইমিগ্রেশন ব্যুরোর এক কর্মকর্তা আমার সামনেই ছিলেন। আমি এখন বিমান বন্দরে যাচ্ছি। এক বন্ধু দুবাইয়ের টিকিটের ব্যবস্থা করে দিয়েছে। আমি সেখান থেকে সুইডেনের টিকিট পেয়ে যাব।’
ফেসবুকে তিনি এও লিখে জানান যে, তিনি আর এই নিয়ে ফেসবুকে কিছু লিখবেন না। সকলকে তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি। কিন্তু জানিয়ে দেন এবার কিছুটা সময় তিনি ব্যক্তিগতভাবে কাটাতে চান। পাশাপাশি তিনি জানিয়ে দেন, তিনি ঠিক আছেন।
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ব্যাপক বিক্ষোভ চলছে। বিতর্কিত এই আইন অনুযায়ী, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে ভারতে যাওয়া অমুসলিমদের (হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি ও জৈন) ভারতের নাগরিকত্ব দেয়ার বন্দোবস্ত করা হয়েছে।
সমালোচকদের আশঙ্কা, সদ্য পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) যৌথ প্রয়োগের মাধ্যমে উপযুক্ত নথি না থাকা মুসলিমদের এই দেশ থেকে তাড়ানোর চেষ্টা করা হতে পারে। আইনটি সংসদে উত্থাপন হওয়ার সময় থেকে তাই এর বিরুদ্ধে ভারতে ব্যাপক আন্দোলন চলছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান