শিরোনাম: |
এক বছরের মধ্যে
প্রত্যেক মুক্তিযোদ্ধা পাবেন ১৬ লাখ টাকার বাড়ি
আব্দুর রহিম রানা, যশোর
|
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতিচারণ করে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে কখনও স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেত না। যুদ্ধের সময় ও তার আগে বার বার কারাবরণ করেও তিনি এদেশের পক্ষে বিশ্বের সব মানুষের জনমত তৈরি করেছিলেন। ফলশ্রুতিতে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তিনি বলেন, স্বাধীনতার ৪৯ বছরের মধ্যে ৩০ বছর ক্ষমতায় ছিল বিএনপিসহ স্বাধীনতার বিপক্ষের শক্তি। আর মাত্র ১৯ বছর ক্ষমতা পেয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামী লীগ। বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামী লীগের এই স্বল্প পরিসরে বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। অথচ বিএনপি তাদের ৩০ বছরে দেশে তেমন কোন উন্নয়ন করেনি। যতটুকু করেছিল হাওয়া ভবন তৈরি করে তার সবটুকু লুটপাট করেছে। শেষ পর্যন্ত খালেদা জিয়া এয়াতিমের দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন। যার ফলে আজ তার এমন করুণ পরিণতি। মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ, মণিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএম নজরুল ইসলাম প্রমুখ এসময় বক্তব্য রাখেন। দেশসংবাদ/প্রতিনিধি/এসকে |
আপনার মতামত দিন
|