Published : Sunday, 29 December, 2019 at 9:22 AM, Update: 29.12.2019 10:26:15 AM
ছবি-সংগৃহীত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে স্টেশনের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। এরপর থেকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-ঢাকা রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে রেল আটকা পড়ে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিসবাউল আলম চৌধুরী রবিবার সকালে জানান, লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান