নবীনগরে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয় স্কুল ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সরকারি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলাধুলা শেষে রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ওই স্কুল মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওই সমিতির সম্পাদক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন, হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু মোছা, গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা কাউছার বেগম, ওই সমিতির সদস্য সাংবাদিক সঞ্জয় সাহা ও একাডেমিক সুপারভাইজার ইতি বেগম সহ প্রত্যেক স্কুলের প্রধান ও ক্রীড়া শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক আঃ রহিম সাগর।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান