সিনিয়র সহকারী জজ বা সমমর্যাদার পদে পদোন্নতি পেয়েছেন ৭৭ সহকারী জজ বা সমমর্যাদার বিচারক। বাংলাদশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ ক্রমে জুডিসিয়াল সার্ভিসের এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে রোববার (২৯ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
নতুন বছরের ১ জানুয়ারি থেকে এই পদোন্নতির আদেশ কার্যকর হবে। দু’জন কর্মকর্তা প্রেষণে থাকায় প্রেষণ থেকে যোগ দিলে তাদের পদোন্নতি কার্যকর হবে।
আদেশে বলা হয়, কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে পদোন্নতিপ্রাপ্ত পদে পুনরাদেশ না দেয়া পর্যন্ত কর্মরত থাকবেন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান