কুষ্টিয়ার কুমারখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা আরমান খান (৫২) খুন হয়েছেন। বিকেলে উপজেলার আদাবাড়িয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরমান খান একই গ্রামের বাসিন্দা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আলিম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে উভয়ের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ভাতিজা চুন্নু খান ও মুন্নু খান চাচা আরমান খানকে পিটিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান