শিরোনাম: |
গাংনীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
লিটন মাহমুদ, গাংনী (মেহেরপুর)
|
গাংনীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণী সভায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গাংনীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা প্রমুখ। গাংনীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মন্ডলী,ক্রীড়া শিক্ষক বৃন্দ ও প্রতিযোগী বৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় ১ম ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন ইভেন্টে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগীরা সর্বোচ্চ সংখ্যক পুরস্কার লাভ করে। দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/বি |
আপনার মতামত দিন
|