স্ত্রীর গায়ের রং কালো হওয়ায় প্রায়ই কথা শোনাত স্বামী। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হতো। কিন্তু এবার স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী।
ভারতের পশ্চিমবঙ্গের দেগঙ্গা থানার জোয়ারিয়া এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আনন্দবাজার।
গুরুতর জখম অবস্থায় নাজিরা বিবি নামে ওই গৃহবধূকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই নারীর মাথায় বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে। রোববার সকালে দেগঙ্গা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নাজিরা।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে তল্লাশি চলছে।
পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, ১৫ বছর আগে জোয়ারিয়ার বাসিন্দা শেখ কামারুজ্জামানের সঙ্গে বিয়ে হয় গাংধুলোটের বাসিন্দা নাজিরার।
ওই দম্পতির দুই ছেলে, এক মেয়ে রয়েছে। আগে লোহার ব্যবসা করতেন কামারুজ্জামান। এখন ভ্যান চালান।
আগে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল। কিন্তু গত দুবছর ধরে নাজিরার ওপরে কামারুজ্জামান অত্যাচার চালাচ্ছিলেন। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করতেন। খোঁটা দিতেন গায়ের রং নিয়েও।
নাজিরা বলেন, ‘প্রথম দিকে সম্পর্ক মোটামুটি ভাল থাকলেও দুবছর ধরে অশান্তি করত। আমার গায়ের রং কালো, এই বলে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। ঠিক মতো খেতেও দিত না।’
তিনি অভিযোগ করেন, শনিবার রাতে বাড়ি ফিরে দুই ছেলেকে একটি ঘরে আটকে রেখে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে আমাকে। বাঁশের আঘাতে আমার মাথা ফেটে যায়।
নাজিরার ছেলে শেখ আশিকুল বলে, ‘পারিবারিক অশান্তির কারণে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছি। ওই দিন বাবা আমাদের তালাবন্ধ করে দিয়েছিল। চিৎকার করেও বাবাকে থামাতে পারিনি।’
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান