বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে নয়াপল্টনের সামনে একটি ককটেল কে বা কারা যানজটের মধ্যে রেখে যায়। পরবর্তীতে ককটেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার চাকার নিচে পড়লে সেটি বিস্ফোরিত হয়। এতে সিএনজির চাকা পাংচার হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) জামিল হাসান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি আমরা শুনেছি। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান