জীবননগরে গৃহর্তাকে কুপিয়ে নগদ অর্থ স্বর্ণালংকার লুট
চুয়াডাঙ্গা জীবননগর হাসাদহ পরনরসুতি পাড়ায় মঙ্গলবার ভোর রাতে ডাকাত দলের হামলায় গৃহকর্তা হাজী আব্দুল্লাহ আল মামুন (৫০) আহত হয়েছেন।
ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ৩ টা মোবাইল ফোন ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে পরিবারটি জানিয়েছে।
তবে এলাকাবাসীর সহায়তায় আহত গৃহকর্তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আহত গৃহকর্তা হাজী আব্দুল্লাহ আল মামুন জানান,মঙ্গলবার ভোর রাতে ৬-৭ জনের একজন ডাকাত দল ঘরের ক্লোক্যিবোল গেইট ভেঙ্গে রুমে ঢুকে আমাকে তাদের হাতে থাকা হাসুয়া দিয়ে আমার হাতে ও পায়ে কুপিয়ে আহত করে হাত-পা বেঁধে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ৩ টি মোবাইল ফোন ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।পরে আমার আত্নচিৎকারে পার্শ্ববর্তী লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
খবের পেয়ে জীবননগর থানা পুলিশের পাশাপাশি জীবননগর ও দামুড়হুদার সার্কেল এএসপি আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, হাসাদহে গৃহকর্তাকে জিম্মি করে মালামাল লুটের খবরে আমি ও এএসপি সার্কেল স্যার আবু রাসেল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। এবারের এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হইনি। তবে আমাদের একাধিক টিম ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেফতারের কাজ করছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান