৩০ ডিসেম্বর ২০১৯ রোজ সোমবার রাত অনুমান ১১ ঘটিকা হতে ভোর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের সংস্থার ব্রীজের পূর্ব পাশে খালি মাঠে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ওই কিশোরীর গ্রামের বাড়ী কুন্ডা বলে জানা গেছে। পুলিশ ধর্ষক আমির উদ্দিন (২৪) কে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় কিশোরীর পিতা সিদ্দিক আলী বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা গেছে গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে আমীর উদ্দিন (২৪) বৈবাহিক সূত্রে মছলন্দপুর গ্রামে থেকে একটি পুকুরে মাছ পাহাড়ার কাজ করত।
এভাবে পরিচয়ের সূত্র ধরে বখাটে আমির উদ্দিন প্রায়ই কিশোরীকে কু প্রস্তাব দিয়ে উত্যক্ত করত বলে কিশোরীর পিতা সিদ্দিক আলী জানায়। কিশোরী বখাটের কু প্রস্তাবে রাজী না হওয়ায়, সোমবার রাত অনুমান ১১ ঘটিকার সময় কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। পূর্ব থেকে উৎ থেকে বসে থাকা বখাটে আমির উদ্দিন তার মুখে কাপড় চেপে ধরে ঘটনাস্থলে নিয়ে যায়।
সেখানে কিশোরীকে আটকে রেখে অস্ত্রের ভয়ে দেখিয়ে সারা রাতভর র্ধষণ করে।ভোরবেলা কিশোররি লোকজন আমির উদ্দিনক আটক করে পুলিশে খবর দিলে এ এস আই রিপন চক্রর্বতী আমীর উদ্দিন কে থানায় নিয়ে আসে।নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি)মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান