গাংনীতে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় পাশের হার ৯৭.২৩%
সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনী উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এবছর উপজেলায় পাশের হার শতকরা ৯৭.২৩ ভাগ। ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় গাংনী উপজেলায় ১৫৫টি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ছাত্র-ছাত্রী পাশ করেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এহসানুল হাবীব সূত্রে জানা গেছে, গাংনী উপজেলায় ৫৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৭ জন জিপিএ- ৫ সহ ৫২২৯ জন পাশ করেছে। এর মধ্যে বালক ২৬৫ জন ও বালিকাদের মধ্যেও ২৯২ জন জিপিএ-৫ লাভ করেছে। অকৃতকার্য হয়েছে ১৮২ জন।
বালকের তুলনায় বালিকাদের ফলাফল কিছুটা এগিয়ে রয়েছে।এদিকে উপজেলার নাম করা স্বনামধন্য বিদ্যালয়গুলোর মধ্যে সন্ধানী স্কুল এন্ড কলেজ ৯১ জন পরীক্ষা দিয়ে ৬৬ জন এ-প্লাসসহ শতভাগ, বাদবাকী সবাই ৪ পয়েন্টের উপরে। গাংনী প্রি ক্যাডেট একাডেমী ৪৮ জন পরীক্ষা দিয়ে ৩২ জন এ-প্লাসসহ শতভাগ পাশ করেছে।
এদিকে ইবতেদায়ী প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় গাংনী উপজেলা থেকে ২৮১ জন পরীক্ষা দিয়ে বালক শতভাগ ও বালিকারা ৯৪ ভাগ পাশ করেছে।এর মধ্যে ১৮১ জন বালক ও ১০০ জন বালিকা পরীক্ষা দেয়। এর মধ্যে বালক ২ জন ও বালিকার মধ্যে ৩ জন জিপিএ-৫ পেয়েছে। দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/বি
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান