কাশ্মীরে ইন্টারনেট সেবা চালুর পর এবার মোবাইল এসএমএস সেবা চালু করতে যাচ্ছে সরকার। বন্ধ হবার পাঁচ মাস পর মঙ্গলবার দিবাগত রাত থেকে এসএমএস সেবা চালু হচ্ছে। তাছাড়া নতুন বছরে কাশ্মীরের হাসপাতালগুলোতে ব্রড ব্যান্ড ইন্টারনেট চালু করার অনুমতি দিয়েছে সরকার।
মঙ্গলবার কেন্দ্র শাসিত অঞ্চল কাশ্মীরের মুখপাত্র রোহিত কানসাল এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, গত ১০ ডিসেম্বর শিক্ষার্থীদের স্কলারশিপ আবেদনের জন্য স্বল্প পরিসরে কয়েকটি মোবাইল ফোনের এসএমএস সেবা চালু করা হয়েছিল। তবে নতুন বছর থেকে সকল ফোনেই এই সেবা চালু করা হচ্ছে।
এর আগে গত ২৭ ডিসেম্বর সরকার ভারতের জম্মু, কাশ্মীর ও লাদাখ অঞ্চলে মোবাইল ইন্টারনেট চালু করে। বিগত চারমাসে কাশ্মীরে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটনায় সেখানে মোবাইল ইন্টারনেট চালু করে দেয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সরকার।
এর আগে চলতি বছরের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে মোবাইল ও ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেয় সরকার। প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করা হয়। ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে কাশ্মীর। দেশসংবাদ/আইএফ/এসকে
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান