বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বহুমুখী সঙ্কট নিরসনে এবং অন্যায় অনিয়ম প্রতিরোধ করার লক্ষ্যে উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিরোধী শিক্ষকরদের সমন্বয়ে ‘অধিকার সুরক্ষা পরিষদ’ গঠন করেছেন।
গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে এক সভায় সকলের সর্বসম্মিতক্রমে ২২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মিতক্রমে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমানকে আহ্বায়ক এবং ফাইন্যাান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল কবির সুমনকে সদস্য-সচিব করা হয়। এতে অধ্যাপক ড. শিমুল মাহমুদ এবং অধ্যাপক ড. আবু কালাম মোঃ ফরিদউল ইসলামকে যুগ্ম আহ্বায়ক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীনকে ও যুগ্ম সদস্যসচিব করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সহযোগী অধ্যাপক ড. নিত্য ঘোষ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক কমশেল চন্দ্র রায়, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এইচ এম তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আসাদ মন্ডল, সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, ভূগোল ও পরবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, মোঃ মোস্তাফিজুর রহমান রিপন, সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাসনীস হুমাইদা, প্রভাষক মাহমুদুল হক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান, এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুরুল হুদা লিটন, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারি অধ্যাপক নুরুল কবির।
শিক্ষকরা জানান, ক্যাম্পাসে দিনের পর ভিসির অনুপস্থিতি, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শৃঙ্খলা ভঙ্গসহ ভিসির সীমাহীন স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করার তাগিদ থেকে ‘অধিকার সুরক্ষা পরিষদ’ প্রতিষ্ঠা করা।
জানা যায়, আগামী বুধবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম দূর্নীতিসহ সামগ্রিক পরিস্থিতি বিষয় নিয়ে ‘অধিকার সুরক্ষা পরিষদ’ সংবাদ সম্মেলন করবেন। দেশসংবাদ/প্রতিনিধি/শিমুল
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান