শিরোনাম: |
বেরোবি’র ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক
সৈয়দ আনোয়ার শিক্ষক ফেডারেশনের প্রকাশনা-দপ্তর সম্পাদক
শিপন তালুকদার, বেরোবি
|
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের প্রকাশনা ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম। তিনি বেরোবি শিক্ষক সমিতি ও শিক্ষক সংগঠন নীলদলের কোষাধ্যক্ষ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ.এস.এম মাকসুদ কামালকে সভাপতি এবং অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়াকে মহাসচিব করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবু সালেহ মাহফুজুল বারী। সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, আমার প্রতি আমার সহকর্মীদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমি এই কমিটির সাথে কাজ করে যাবো। দেশসংবাদ/প্রতিনিধি/আইশি |
আপনার মতামত দিন
|