Published : Tuesday, 11 February, 2020 at 3:56 PM, Update: 11.02.2020 3:59:14 PM
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পান ব্যবসায়ী নিহত
সাতক্ষীরার পাটকলেঘাটায় পরিবহন চাপায় পান ব্যবসায়ী নিহত হয়েছে। ১১ফেব্রুয়ারী (মঙ্গলবার) ভোর সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার পাটকলেঘাটা থানার কুমিরায় দুর্ঘটনা ঘটে।
নিহত পান ব্যবসায়ী নাম সাত্তার শেখ (৩৬) তিনি পাটকলেঘাটা থানার কুমরিা ইউনয়িনরে রাঢ়ীপাড়া গ্রামরে মৃত. শামসুর রহমানের ছেলে। কুমিরা এলাকার আব্দুস সোবহান জানান, ভোরে বাড়ি থেকে বাইসাইকেল যোগে পান বিক্রি করতে পাটকেলঘাটা বাজারে যাচ্ছিল সাত্তার। পথিমধ্যে কুমিরায় এলাকায় মহাসড়কের উপর একটি পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনর্চাজ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, অজ্ঞাতনামা একটি পরিবহনের চাপায় পান ব্যবসায়ী সাত্তার নিহত হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান