Published : Wednesday, 12 February, 2020 at 11:54 AM, Update: 12.02.2020 3:26:06 PM
৩৭ ও ৩৯তম বিসিএস নন-ক্যাডার ফল প্রকাশ আজ
আজ ৩৭তম ও ৩৯তম বিশেষ বিসিএস থেকে নন-ক্যাডার নিয়োগের সুপারিশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আজ দুপুর সাড়ে ১২টায় কমিশন সভায় দুই বিসিএস থেকে নন-ক্যাডারের ফলাফল প্রকাশ করা সিদ্ধান্ত হবে। এর মধ্যে ৩৭তম বিসিএস নন-ক্যাডার থেকে ১৬৭জন এবং ৩৯তম বিশেষ বিসিএস থেকে ৫৬৪জনকে নিয়োগের সুপারিশ করা হতে পারে।
এপ্রিল মাসের প্রথমদিকে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মার্চে ৪০তম বিসিএসের ঐচ্ছিকের লিখিত পরীক্ষা শুরু করার চিন্তা-ভাবনা করছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
পিএসসির সংশ্লিষ্টরা বলছেন, দ্রুততা এবং স্বচ্ছতার সাথে কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান