Published : Friday, 21 February, 2020 at 5:06 PM, Update: 21.02.2020 5:16:58 PM
নান্দাইলে ১৩ ভাষা সৈনিক পরিবারকে ৬৮ বছর পর সংবর্ধনা
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১৩জন ভাষা সৈনিক ও তাঁদের পরিবারবর্গকে ৬৮ বছর পর প্রথম সংবর্ধনা ও স্মারক সম্মান্ননা প্রদান করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নান্দাইলে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে তাঁদেরকে সংবর্ধনা ও স্মারক সম্মান্ননা প্রদান করা হয়।
নান্দাইলে ১৩ ভাষা সৈনিক পরিবারকে ৬৮ বছর পর সংবর্ধনা
সংবর্ধনা ও স্মারক সম্মান্ননা প্রাপ্ত ভাষা সৈনিকবৃন্দ হলেন-নান্দাইল উপজেলার মুশুল্লির মেরেঙ্গা গ্রামের সাবেক জাতীয় সংসদ সদস্য রফিক উদ্দিন ভূইয়া (মরণোত্তর), আচারগাঁও গ্রামের একুশে পদক প্রাপ্ত খালেক নওয়াজ খান (মরণোত্তর), নান্দাইলের উত্তর রসুলপুর গ্রামের ওসমান গনি (মরণোত্তর), আচারগাঁও পুরহরি গ্রামের তাহের উদ্দিন (মরণোত্তর), নান্দাইলের উত্তর রসুলপুর গ্রামের নবী হোসেন, চন্ডীপাশার ধুরুয়া গ্রামের মুহাম্মদ আলী আকন্দ,নান্দাইল পাঁছপাড়া গ্রামের সিরাজুল ইসলাম খান ওরফে বেরাজ খান(মরণোত্তর), চন্ডীপাশার ঘোষপালা গ্রামের সাবেক জেলা দায়রা জজ মঞ্জুরুল হক (মরণোত্তর), চন্ডীপাশার ঘোষপালা গ্রামের অধ্যাপক আব্দুল আজিজ (মরণোত্তর), নান্দাইলের উত্তর রসুলপুর গ্রামের মনির উদ্দিন ভূইয়া ওরফে মনি মাষ্টার (মরণোত্তর), খারুয়ার রাজাবাড়িয়া গ্রামের হাফিজ উদ্দিন মাষ্টার, গাঙ্গাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ হোসেন(মরণোত্তর) এবং আব্দুল গনি ভূইয়া ওরফে সেবু ভূইয়া (মরণোত্তর)।
নান্দাইলে ১৩ ভাষা সৈনিক পরিবারকে ৬৮ বছর পর সংবর্ধনা
১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে জাতীয়ভাবে এবং নান্দাইল সহ দেশের বিভিন্ন এলাকায় বাংলা ভাষার দাবিতে নেতৃত্ব নেতৃত্বদানকারী এই তেরজন ভাষা সৈনিককে দীর্ঘ ৬৮ বছর পর নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো সংবর্ধনা ও স্মারক সম্মান্ননা প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে চন্ডীপাশার ধুরুয়া গ্রামের ভাষা সৈনিক মুহাম্মদ আলী আকন্দ এবং খারুয়ার রাজাবাড়িয়া গ্রামের ভাষা সৈনিক হাফিজ উদ্দিন মাষ্টার স্মারক সম্মাননা গ্রহন করে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় অন্য ১১ জনের পক্ষে ইতোমধ্যে যাঁরা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের সদস্যদের নিকট স্মারক সম্মাননা তুলে দেয়া হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুর রহিম সুজন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এবং বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সংবর্ধনা উপ-কমিটির আহবায়ক মাহমুদা আক্তার (সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেট), বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম ভূইঁয়া বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাজহারুল হক ফকির, ভাষা সৈনিক মুহাম্মদ আলী আকন্দ,ভাষা সৈনিক হাফিজ উদ্দিন মাষ্টার, ভাষা সৈনিক খালেক নওয়াজ খানের মেয়ে রুমানা মিতা খান, আ’লীগের সাবেক সাধারন সম্পাদক সরাফ উদ্দিন ভূইয়া,এডভোকেট হাবিবুর রহমান ফকির, আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, সাংবাদিক ও লেখক মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল প্রমূখ।
নান্দাইলে ১৩ ভাষা সৈনিক পরিবারকে ৬৮ বছর পর সংবর্ধনা
তার আগে অমর একুশ আয়োজিত প্রস্তুতি সভায় ভাষা সৈনিক ও তাঁদের পরিবারবর্গকে সংবর্ধনা ও স্মারক সম্মাননা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি দিনব্যাপি নান্দাইল উপজেলা প্রসাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে যথাযোগ্য মর্যাদায় নান্দাইলে দিবসটি পালন করা হয়। দেশসংবাদ/প্রতিনিধি/আইশি
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান