Published : Saturday, 22 February, 2020 at 2:39 PM
ছিনতাই করায় ২ ঢাবি শিক্ষার্থী আটক
ছিনতাই করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে হাইকোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছিনতাই করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।’ আটককৃতরা ক্রিমিনোলজি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। তারা দু’জনই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘আটকের বিষয়টি শাহবাগ থানা পুলিশ আমাকে অবহিত করেছে।’ দেশসংবাদ/প্রতিনিধি/আইশি
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান