শিরোনাম: |
পর্দা বিরিয়ানি রাঁধবেন যেভাবে (ভিডিও)
দেশসংবাদ ডেস্ক
|
পর্দা বিরিয়ানি মাংস রান্নার জন্য - ঘি - ১/৪ কাপ পেঁয়াজ কুচি - ১ কাপ আদা রসুন বাটা - ১ চা চামচ করে লবণ - স্বাদমতো ধনে গুড়া - ২ চা চামচ জিরা গুড়া - ১ চা চামচ আস্ত গরম মশলা - লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ পরিমাণ মতো। বাসমতি / পোলাওর চাল - ২ কাপ পানি - ৬ কাপ বা পরিমাণ মতো। প্রস্তুত প্রণালি - ঘি গরম হলে একে একে আস্ত গরম মশলা দিয়ে হালকা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে মাংস দিয়ে একে একে আদা রসুন বাটা, ধনে, জিরা গুঁড়া, লবণ দিয়ে মিশিয়ে কষিয়ে নিন কিছুক্ষণ। এরপর চালের জন্য আর মাংস সেদ্ধ হতে পানি একসাথে মাপ করে দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে পানি থেকে তুলে আলাদা রাখুন। বাকি পানিতে চাল ধুয়ে দিয়ে ভাত রান্না করে নিন। ভাত রান্নার পর সম্পূর্ণ ঠান্ডা করে নিন। পর্দা বিরিয়ানি মাংসের গ্রেভির জন্য যা লাগবে - পেঁয়াজ কুচি - ১ কাপ আদা রসুন বাটা - ১ চামচ করে লবণ - স্বাদমতো কাঠবাদাম বাটা - ১ টেবিল চামচ লেবুর রস - ১ চা চামচ চিনি - ১ টেবিল চামচ টকদই - ২ টেবিল চামচ। প্রস্তুত প্রণালি - ঘি গরম হলে পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে সেদ্ধ মাংস দিয়ে মিশিয়ে নিন। এরপর উপরের সব উপকরণ দিয়ে সাথে সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। গ্রেভিটা কোর্মার মতো হলে নামিয়ে ঠান্ডা করে নিন। রুটির খামির তৈরি করতে যা লাগবে- লবণ - ১ চা চামচ চিনি - ২ চা চামচ ইস্ট - ২ চা চামচ তেল - ১ টেবিল চামচ কুসুম গরম দুধ - ১/৪ কাপ কুসুম গরম পানি - পরিমাণ মতো ডিম - ১ টি তিল - ইচ্ছে পেঁয়াজ বেরেস্তা বাদাম, কিসমিস। প্রস্তু প্রণালি: ময়দার সাথে সব মিশিয়ে খামির বানিয়ে নিন। এরপর ঢেকে গরম কোনো জায়গায় রাখুন ১ ঘণ্টা ডো ফুলে উঠার জন্য। ১ ঘণ্টা পর ডো ফুলে উঠলে পিজ্জার মতো মোটা রুটি বেলে নিন। আপনার পছন্দের সাইজের কোনো গোল বাটি নিয়ে তাতে তেল ব্রাশ করে নিন। এরপর রুটিটা গোল করে বাটির সমান বিছিয়ে ভেতরে ভাতের লেয়ার তার উপর মাংস উপরে পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি এভাবে লেয়ার করে দিয়ে বাটির সমান হলে হালকা চেপে লেভেল করে নিন। এরপর রুটি দিয়ে ঢেকে দিন। যে প্যানে বেক করবেন সেটায়ও তেল ব্রাশ করে নিন। এখন পুডিংয়ের মতো রুটির বোলটা প্যানে উল্টিয়ে নিন আস্তে করে। উপরে ডিম ব্রাশ করে তিল ছিটিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে বেক করুন ১৫/২০ মিনিট। রুটির উপর বাদামি রং হলে এবং রুটি ঠিকমতো হয়েছে মনে হলে নামিয়ে কেটে গরম গরম পরিবেশন করুন। দেশসংবাদ/জেএন/এনকে |
আপনার মতামত দিন
|