চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবির পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ এর অধিনস্থ মেদিনীপুর ও রাজাপুর বিওপির টহল টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মেদিনীপুর বটতলা গম ক্ষেত্রে ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল ও শিংনগর মাঠের আম বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল সর্বমোট ১৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
তবে এ মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীর পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হইনি বলে তিনি জানান। দেশসংবাদ/প্রতিনিধি/এনকে
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান