শিরোনাম: |
কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছে ফেনী সমিতি কাতার।
মঙ্গলবার দূতাবাসে ফেনী সমিতির সভাপতি শহিদুল্লাহ হায়দার ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের নেতৃত্বে রাষ্ট্রদূতকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও সমিতির সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি এনামুল হক আলম, মিজানুর রহমান মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম আলী চৌধুরী, সহসাধারণ সম্পাদক দিদারুল আলম আরজু,হাসানুল ঈমানসহ সমিতির নেতৃবৃন্দ।
আর্ত মানবতার সেবার অংশ হিসেবে ফেনী সমিতি অসহায় দুস্থ, প্রতিবন্ধী ও ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা প্রদান, প্রবাসীদের মরদেহ ফ্রীতে দেশে প্রেরণ ছিল উল্লেখযোগ্য বলে জানান সমিতির নেতৃবৃন্দ।
এসময় দেশে ছুটিতে গিয়ে আট পড়ে প্রবাসীদের পূনরায় দেশটিতে ফেরাতে রাষ্ট্রদূতদের কাছে আহ্বান জানান এবং সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|