শিরোনাম: |
বাংলাদেশের এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন আজ সন্ধ্যায় এক শোকবার্তায় বলেন, মাহবুবে আলম দীর্ঘ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই প্রয়াণ আমাদেরকে শোকাহত করেছে।
নেতৃবৃন্দ বলেন, তিনি দল-মত নির্বিশেষে আইনজীবি পরিবারের শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। আইন পেশায় তাঁর বর্ণাঢ্য এই জীবনে তিনি অনেক মানুষকে আইনী সেবা প্রদান করেছেন, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আইনের যথোপযুক্ত বিশ্লেষণের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় সব সময় সরব ভূমিকা পালন করেছেন। তাঁর চলে যাওয়ার শূন্যতা পূরণ হবার নয়।
তারা মরহুম মাহবুবে আলমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দেশসংবাদ/পিআর/এফএইচ/এইচএন
আপনার মতামত দিন
|