শিরোনাম: |
সৌদি আরবের ভিসার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকিটের দাবিতে আজও সড়ক অবরোধ করেছেন সৌদি প্রবাসীরা। সোমবার দুপুরে তারা রাজধানীর কাওরান বাজারে হোটেল সোনারগাঁও মোড়ে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরের সড়কে অবস্থান নেন।
দুপুর ১টার পর থেকেই প্রবাসীকর্মীরা সড়ক অবরোধ শুরু করেন। রাস্তায় নেমে আসেন শত শত প্রবাসীকর্মী। তারা সমস্বরে স্লোগান দেন ‘বাঁচলে সবাই বাঁচব আর মরলে সবাই মরব’। তিন মাস ভিসার মেয়াদ অটো বাড়ানো হোক।
সড়ক অবরোধের ফলে ব্যস্ততম এ সড়কে যানজটের সৃষ্টি হয়। রাস্তা অবরোধের ফলে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন।
প্রবাসী শ্রমিকদের অভিযোগ, ৩০ সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হচ্ছে। সরকার ২৪ দিন ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও অনলাইনে গিয়ে চেক করে ভিসার মেয়াদ বাড়ানোর কোনো আলামত পাচ্ছেন না। তাদের দাবি ভিসার মেয়াদ তিন মাস বাড়ানো হোক। তবেই সবাই ফিরে যেতে পারবেন।
আপনার মতামত দিন
|