Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আলিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ■ গণহারে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না ■ নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ১১.৩৮ শতাংশ ■ ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পোড়ালেন রিজভী ■ শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ■ ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত ■ পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে চূড়ান্ত রায় ১৭ ডিসেম্বর
উপজেলা নির্বাচন
চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, চালকসহ গ্রেপ্তার ২
Published : Thursday, 25 April, 2024 at 12:49 AM, Update: 25.04.2024 12:53:58 AM

পজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন অপহরণ মামলায় গ্রেপ্তারকৃত দুজন

পজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন অপহরণ মামলায় গ্রেপ্তারকৃত দুজন

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন অপহরণ মামলায় মাইক্রোবাসের চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২৪ এপ্রিল) নওগাঁ জেলার রাণীনগর উপজেলার রায়পুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে নাটোর জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন– সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেলের ব্যক্তিগত মাইক্রোবাস চালক সিংড়া উপজেলার ইটালী গ্ৰামের নিতাই সরকারের ছেলে সুজন সরকার (৩২) এবং নওগাঁর রাণীনগর উপজেলার রায়পুর গ্রামের মনিন্দ্র নাথ প্রামানিকের ছেলে নিরেন চন্দ্র প্রামানিক (৪৫)। 

নাটোর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এই মামলায় এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হলো।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল বিকেলে নাটোর জেলা নির্বাচন অফিসের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গাড়ির মধ্যে মারধর করে বাড়ির এলাকায় সড়কের পাশে ফেলে রেখে যায় তাঁরা। পরে আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দেলোয়ার হোসেনের ভাই মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ১৫–২০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে প্রতিমন্ত্রী পলকের আপন শ্যালক লুৎফুল হাবিব রুবেলের নির্দেশে অপহরণ করে বলে স্বীকারোক্তি দেয়। ওই মামলায় গ্রেপ্তারকৃতদের তথ্যমতে আজ মাইক্রোবাসের চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে পুলিশের।

উল্লেখ্য, ঘটনার পর প্রতিমন্ত্রী পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল চেয়ারম্যান পদ থেকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলোয়ার হোসেনকে চেয়ারম্যান ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
পাবনা প্রতিনিধি
Saturday, 16 November, 2024
ফেসবুকে পরিচয় থেকে বিয়ে অতপর...
বগুড়া প্রতিনিধি
Tuesday, 29 October, 2024
বিএনপির দুই পক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি
পাবনা প্রতিনিধি
Monday, 21 October, 2024
বিএনপির দুই পক্ষর সমাবেশ, ১৪৪ ধারা জারি
পাবনা প্রতিনিধি
Monday, 21 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up