বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের একজন নুসরাত তাবাসসুম জ্যোতি ছেড়ে দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। কয়দিন আগেই তাকে পুলিশি হেফাজতে নিয়েছিল ডিবি।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
নুসরাতের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাগুয়ান গ্রামে। নুসরাতের ছাড়া পাওয়ার বিষয়ে তার বাবা আব্দুল হালিমের কথা হয়েছে গণমাধ্যমের।
ডিবি হেফাজতে মেয়েকে কোনো প্রকার নির্যাতন করা হয়েছে কিনা জানতে চাইলে আব্দুল হালিম বলেন, ‘মেয়ে ফিরে আসার পর তার সঙ্গে কথা হয়েছে। সে জানিয়েছে, কোনো সমস্যা হয়নি। তাকে আলাদা রাখা হয়েছিল।’
জোর করে কোনো বিবৃতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়ের ক্ষেত্রে এমন কিছু হয়নি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। গত ২৮ জুলাই তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।