Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ গ্রেপ্তার সাবেক এমপি রউফ ■ ‘সৃষ্ট তহবিল নয়ছয় করার কোনো সুযোগ নেই’ ■ রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ ইলন মাস্ক ■ আবারও জিতলেন দুই মুসলিম নারী ■ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ■ শুভেচ্ছাবার্তায় ট্রাম্পকে যা বললেন ড. ইউনূস ■ দুই দলের সঙ্গেই প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক: প্রেস সচিব
বাড়িয়ে-কমিয়ে নয়, এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি প্রকাশ
Published : Tuesday, 13 August, 2024 at 12:44 PM

 ড. সালেহউদ্দিন আহমেদ

ড. সালেহউদ্দিন আহমেদ

বাড়িয়ে বা কমিয়ে নয়, এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য প্রকাশ করা হবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবোর্চ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে তিনি এমন প্রতিশ্রুতি দেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে, সেদিকে নজর দিতে হবে।

অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবোর্চ্চ গুরুত্ব দেবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া অর্থনীতি ও সামাজিক সূচকে প্রকৃত তথ্য প্রকাশের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। বিবিএসের সক্ষমতা বৃদ্ধির বিষয়ও আলোচনায় আছে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, কয়েকদিনের বিশৃঙ্খলা এবং সংঘাতে পণ্য আনা-নেয়ায় বিঘ্নের সৃষ্টি হয়। ফলে বেড়ে যায় দাম। এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।

এই সময়ে শুধু জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের জোগান দেয়া হবে বলেও জানান তিনি। চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার তালিকা তৈরির বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। আলোচনায় আছে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধের বিষয়ও।

উপদেষ্টা বলেন, স্থবিরতার যেন সৃষ্টি না হয়। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে, এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি।' এডিপিতে থাকলেও প্রয়োজনীয়তা বিবেচনায় প্রকল্পের অর্থ ছাড় করা হবে বলে জানান তিনি।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কমলো এলপি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 5 November, 2024
আদানির পাওনা পরিশোধ করছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
Monday, 4 November, 2024
চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
Friday, 1 November, 2024
সবজিতে কিছুটা স্বস্তি, চড়া চালের বাজার
নিজস্ব প্রতিবেদক
Friday, 1 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up