Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ গ্রেপ্তার সাবেক এমপি রউফ ■ ‘সৃষ্ট তহবিল নয়ছয় করার কোনো সুযোগ নেই’ ■ রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ ইলন মাস্ক ■ আবারও জিতলেন দুই মুসলিম নারী ■ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ■ শুভেচ্ছাবার্তায় ট্রাম্পকে যা বললেন ড. ইউনূস ■ দুই দলের সঙ্গেই প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক: প্রেস সচিব
রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ২৩১ জনের নামে মামলা
Published : Wednesday, 28 August, 2024 at 9:51 AM

রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ২৩১ জনের নামে মামলা

রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ২৩১ জনের নামে মামলা

রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ২৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে বোয়ালিয়া থানায় এ মামলা করেন। এতে আসামি হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মীর ইকবাল, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, আজিজুল আলম বেন্টু প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই আসামিরা নগরীর মালোপাড়ায় নগর বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। তারা ব্যাপক গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা মামলার বাদীসহ দলের অন্য নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মামলার আসামিরা আত্মগোপনে আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানাকে মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তদন্ত করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

দেশসংবাদ/এমএইচ/এমএটি


আপনার মতামত দিন
ফেসবুকে পরিচয় থেকে বিয়ে অতপর...
বগুড়া প্রতিনিধি
Tuesday, 29 October, 2024
বিএনপির দুই পক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি
পাবনা প্রতিনিধি
Monday, 21 October, 2024
বিএনপির দুই পক্ষর সমাবেশ, ১৪৪ ধারা জারি
পাবনা প্রতিনিধি
Monday, 21 October, 2024
পাবনায় দুই ভুয়া সেনা কর্মকর্তা আটক
পাবনা প্রতিনিধি
Thursday, 19 September, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up