রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর থেকে ভেসে উঠা দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে রাত আড়াইটার দিকে আরও দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের মরদেহও উদ্ধার করা হয়।
মৃতরা হলেন, চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)।
এর আগে রোববার (১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে পদ্মা নদী দিয়ে একটি ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন। এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতার কেটে নদীর পাড়ে আসতে পারলেও চার জন নিখোঁজ হন।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে মৃতদেহ ভেসে উঠলে চর খানপুর এলাকা থেকে প্রথমে মোহাম্মদ আলী ও রাজুকে উদ্ধার করে স্থানীয়রা। এরপর রাত ২ টার দিকে সবুজ ও ফারুককে একই এলাকার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে চর মাঝার দিয়ার এলাকার গোরস্থানে দাফন করা হয়েছে তাদের।
এর আগে সোমবার ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও তীব্র স্রোত থাকায় বেলা ১১ টায় উদ্ধার অভিযান উদ্ধার অভিযান শেষ করা হয়। পরে রাতে মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।