Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ গ্রেপ্তার সাবেক এমপি রউফ ■ ‘সৃষ্ট তহবিল নয়ছয় করার কোনো সুযোগ নেই’ ■ রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ ইলন মাস্ক ■ আবারও জিতলেন দুই মুসলিম নারী ■ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ■ শুভেচ্ছাবার্তায় ট্রাম্পকে যা বললেন ড. ইউনূস ■ দুই দলের সঙ্গেই প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক: প্রেস সচিব
চাকরির বয়সসীমার আন্দোলন আপাতত স্থগিত
Published : Sunday, 8 September, 2024 at 10:54 PM

চাকরির বয়সসীমার আন্দোলন আপাতত স্থগিত

চাকরির বয়সসীমার আন্দোলন আপাতত স্থগিত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। 

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আন্দোলনের অন্যতম সমন্বয় রাসেল আল মাহমুদ এই ঘোষণা দেন।

এর আগে দুপুর ১২টায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরি প্রত্যাশীরা।

আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছি। এই পরিপেক্ষিতে গতকাল এখানে আমাদের মহাসমাবেশ ছিল। তারপর দুপুর ১টা থেকে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করি। এখানে আমরা ও মিডিয়ার ভাইয়েরা সুশৃঙ্খলভাবে অবস্থান করেছিলেন। আমাদের একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তিনি তার পিএসের মাধ্যমে আমাদের একটি লিখিত আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমাদের যে দাবি ছিল, সেটি না পাওয়ায় আমরা আল্টিমেটাম দিয়ে আজ আবারো কর্মসূচি ঘোষণা করি। সেই প্রেক্ষিতে আজ আমরা আবার জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলাম।

তিনি আরও বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আপাতত কর্মসূচি স্থগিত ও সমাপ্তি ঘোষণা করছি। আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে, তারপর জানিয়ে দেয়া হবে।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে যায়। সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি আশ্বাস দেন যে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সমস্যা নিরসনের জন্য একটি বৈষম্যহীন কমিটি গঠন করা হবে। যার প্রথম কাজ হবে বয়সীমা ৩৫-এর যৌক্তিক সমাধান।

প্রতিনিধি দল আইন উপদেষ্টার কার্যালয় থেকে ফিরে এসে গণমাধ্যমকে এই তথ্য জানান।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
৩ বারের বেশি বিসিএসে অংশ নেয়া যাবে না
নিজস্ব প্রতিবেদক
Thursday, 24 October, 2024
সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩২ করা হলো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 24 October, 2024
৪৩ তম বিসিএসের গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up