Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রেমিট্যান্সে সুবাতাস, দিনে আসছে ৯৮৭ কোটি টাকা ■ এবার ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা ■ সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ■ ক্রেতার সাধ্যের বাইরে যাচ্ছে সবজির দাম! ■ তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া ■ ডিমের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা ■ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ বিচারক নিয়োগ
বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
Published : Tuesday, 10 September, 2024 at 10:06 AM

 মিজানুর রহমান মিজান

মিজানুর রহমান মিজান

বগুড়ায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (০৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার গোকুল বন্দরে এ ঘটনা ঘটে। মিজান বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও গোকুল উত্তরপাড়ার গ্রামের মৃত আফছার আলী সাকিদারের ছেলে।

স্থানীয়রা জানান, মিজান তার কয়েকজন বন্ধুর সঙ্গে গোকুল বন্দরে গোডাউন এলাকায় গল্প করছিলেন। রাত সোয়া ৯টার দিকে ১০-১২টি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা মিজানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেলে মহাস্থানের দিকে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ঘনিষ্ঠরা জানান, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সনি রহমান খুন হন। সনি খুনের সঙ্গে জড়িত যুবদলের বহিষ্কৃত নেতার নেতৃত্বে মিজানকে খুন করা হয়। সনি খুনের পর থেকেই মিজানের সঙ্গে যুবদলের ওই নেতার দ্বন্দ্ব চলে আসছিল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুবদলের ওই নেতা বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। এক সপ্তাহ আগে যুবদলের ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

তাদের ধারণা, বহিষ্কারের পেছনে মিজানের হাত রয়েছে। এ কারণেই ক্ষুব্ধ হয়ে মিজানকে খুন করা হয়েছে।

সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, মিজানের লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
পাবনায় দুই ভুয়া সেনা কর্মকর্তা আটক
পাবনা প্রতিনিধি
Thursday, 19 September, 2024
রাইস মিলে তেলের ট্যাংক বিস্ফোরণ, নিহত ৪
বগুড়া প্রতিনিধি
Thursday, 12 September, 2024
একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের জন্ম
রাজশাহী ব্যুরো
Thursday, 12 September, 2024
হিরো আলমকে মারধর, কান ধরে ওঠবস
বগুড়া প্রতিনিধি
Sunday, 8 September, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up