Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ডিমের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা ■ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ বিচারক নিয়োগ ■ পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, ৩ নিহত ■ হঠাৎ সেনাবাহিনীতে বড় রদবদল ■ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ ■ ফার্মের ডিম বিক্রি বন্ধ! ■ মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে আগামীকাল
আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিকদের সংঘর্ষে নিহত ১
Published : Tuesday, 17 September, 2024 at 1:57 PM

আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিকদের সংঘর্ষে নিহত ১

আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিকদের সংঘর্ষে নিহত ১

সাভারের আশুলিয়ায় তিনটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। যেখানে রোকেয়া বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় অন্তত অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. কামাল হোসেন। 

জানা গেছে, নিহত রোকেয়া গাইবান্ধার জেলার বাসিন্দা। ম্যাসকাট পোশাক কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর পদে ফিনিশিং শাখায় চাকরি করতেন। 

শ্রমিকরা জানান, সকালে ম্যাসকট পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। কিন্তু ওই পোশাক কারখানার গেটে ১৩ (১) ধারায় বন্ধ থাকার নোটিশ দেখেন শ্রমিকরা। এতে ম্যাসকট পোশাক কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে পাশের সাউদার্ন গার্মেন্টস ও রেডিয়েন্স নামে দুইটি পোশাক কারখানায় ইট পাটকেল ছোড়েন। 

এ সময় ওই দুটি পোশাক কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে পাল্টা ইট পাটকেল ছুড়লে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রোকেয়া বেগম নামে এক শ্রমিক আহত হলে তাকে জিরাবো পিএমকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোশাক শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

এদিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইজাজ বলেন,  ৩০-৩৫ জন শ্রমিক আহত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।  শ্রমিকদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. কামাল হোসেন বলেন, পাশাপাশি তিনটি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা পিকেটিং শুরু করেন। এতে রোকেয়া বেগম নামে ম্যাসকট পোশাক কারখানার এক শ্রমিক নিহত হন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বউভাতে রোস্ট দিতে দেরি করায় সংঘর্ষ, আহত ১০
মাদারীপুর প্রতিনিধি
Saturday, 12 October, 2024
রিলাই এ্যাবল কনস্ট্রাকশন জুটে অগ্নিকাণ্ড
গাজীপুর প্রতিনিধি
Tuesday, 8 October, 2024
অতিরিক্ত দামে ডিম বিক্রিতে জরিমানা
কিশোরগঞ্জ প্রতিনিধি
Monday, 7 October, 2024
কালির বাজারের আগুন পুড়েছে ৩০ দোকান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Monday, 7 October, 2024
ডিভোর্সের কথা শুনেই গলায় ফাঁস স্বামীর
সিরাজগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up