Published : Saturday, 21 September, 2024 at 8:51 AM
খাগড়াছড়ির দীঘিনালায় হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পাহাড়ি শিক্ষার্থীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পাহাড়ি ছাত্র সমাজের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্থানীয় রাজার মাঠে এসে জড়ো হয় পাহাড়ি শিক্ষার্থীরা।
পরে সেখান থেকে শতাধিক পাহাড়ি শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙ্গালীরা মিলেমিশে থাকতে চাই। কিন্তু বাঙালি হত্যার অভিযোগে পাহাড়িদের দোকান-ঘরবাড়িতে অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।