Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ দগ্ধ ৭ শ্রমিক ■ উৎপাদনে যাচ্ছে ৯ চিনিকল ■ সারাদেশে ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ১১৯৪ ■ বিকালে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ■ নিজ বিশ্ববিদ্যালয়ে আটক সাবেক এমপি ■ সেঞ্চুরির আক্ষেপ মাহমুদউল্লাহর, লড়াকু পুঁজি বাংলাদেশের ■ হঠাৎ পুলিশে বড় রদবদল
‘ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন’
Published : Sunday, 22 September, 2024 at 7:43 AM

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। 

শনিবার (২১ সেপ্টেম্বর) সিলেট মহানগর, শাবিপ্রবি, সিলেট জেলা পূর্ব, পশ্চিম এবং সুনামগঞ্জ জেলা শাখার সাথীদের নিয়ে বিভাগীয় সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় নগরীর চন্ডিপুলে একটি কমিউনিটি সেন্টারে সমাবেশের আয়োজন করা হয়।

 তিনি আরো বলেন, মব কিলিং বন্ধ করতে হবে। নিজে আইন হাতে তুলে নেওয়া যাবে না। আমরা যেই হেদায়াত পেয়েছি সেটা সমাজে ছড়িয়ে দিতে হবে।

শিবির সেক্রেটারি জেনারেল বলেন, ‘ছাত্রশিবির যা চায় এই সমাজের সাধারণ ছাত্ররা ঠিক তাই চায়। হল দখল, মিছিলে নিয়ে যাওয়া জোর করে, হলের ছোট ভাইকে দিয়ে নিজের কাজ করানো—এসব কখনো শিবির সমর্থন করে না। ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। কিন্তু জাতীয় রাজনীতিকে কুক্ষিগত করার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য কিছু বিশেষ গোষ্ঠী বা দল ছাত্ররাজনীতিকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে।

সিলেটে দীর্ঘ ১৬ বছর পর বিভাগীয় সাথী সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে এবং শাবিপ্রবি সভাপতি জহির উদ্দিন শিপন ও মহানগর সেক্রেটারি শাহীন আহমদের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জামায়াত ইসলামী সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবাহ।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত
কিশোরগঞ্জ প্রতিনিধি
Friday, 8 November, 2024
বিএনপিকে ‘মাইনাস’ করে নির্বাচনে জামায়াত!
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 5 November, 2024
দেশের খাদেম হবো, মালিক হবো না
নিজস্ব প্রতিবেদক
Monday, 28 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up