Published : Thursday, 26 September, 2024 at 9:22 AM
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কপালে আঘাত পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে পুলিশ আবার তাকে কারাগারে নিয়ে যায়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার কপালে ছোট একটি ক্ষতও পাওয়া গেছে।
গত ১৬ সেপ্টেম্বর এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর গণমাধ্যমকে জানান, সন্ধ্যার দিকে সাবেক এমপি এনামুল হককে জরুরী বিভাগে নিয়ে আসে কারা পুলিশ। তার কপালে ক্ষত ছিল। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু কোনো সেলাই করা লাগেনি।
তবে রাজপাড়া থানার এসআই কাজল নন্দী গণমাধ্যমকে জানিয়েছেন, রাতে সাবেক এমপি এনামুল হকের উপর কারাগারের ভেতরে কয়েকজন কয়েদি হামলা করেছেন। তখন ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।