Published : Saturday, 28 September, 2024 at 1:11 PM, Update: 28.09.2024 1:18:43 PM
পঞ্চগড়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষনাগার কার্যালয়। তার আগের দিন বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল ১৭৩.৫ মিলিমিটার।
গত দিনের মতো শনিবার সকাল থেকে দেখা যায়, মুষলধারেই ঝরছে আশ্বিনের বৃষ্টি। টানা তিনদিন চারদিন ধরে বৃষ্টির কারণে দৈনন্দিন রোজগার নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দিন মজুর, পাথর শ্রমিক, ভ্যান চালক, চা শ্রমিকসহ এসব খেটে খাওয়া মানুষগুলো বৃষ্টির কারণে কাজে যেতে পারছেন না।
এদিকে আশ্বিনের মাঝামাঝিতে টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে শীতের আমেজ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যেমে বলেন, গত চারদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। শনিবার সকালে গত ২৪ ঘণ্টায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গতকাল শুক্রবার সকালে গত ২৪ ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছিল ১৭৩.৫ মিলিমিটার। আর গতকালের চেয়ে তাপমাত্রা কমেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।